Hi,  Welcome to News Mal Bazar  |  .  |  .  |  .
BREAKING NEWS
জলঢাকা ও তিস্তায় লাল সতর্কতা, অতিভারী বৃষ্টির পূর্বাভাস। সকালেই দোমহানি থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় ‘হলুদ সতর্কতা’ জারি হয়েছে।

পরিকল্পনা করে ‘ফাঁসানো’ হয়েছে, দাবি ধৃতের স্ত্রী-র। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ‘ভোরের আলো’ থানা গ্রেফতার করেছে এই বিজেপি নেতাকে।

সংখ্যালঘু এলাকার বুথেই কি পিছিয়ে? সম্প্রতি লোকসভা আসনের ফল নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন কোচবিহার লোকসভা আসনে বিজেপির পরাজিত প্ৰার্থী নিশীথ প্রামাণিক।